সহপাঠীদের সাথে সদ্ব্যবহার (পাঠ ৭)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - আখলাক | NCTB BOOK
750
Summary

মানুষ সামাজিক জীব এবং সমাজে একে অপরের সাথে কাজকর্মে যুক্ত থাকতে হয়। বিদ্যালয়ে সহপাঠীরা আমাদের ভাইবোনের মতো এবং তাদের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি হয়।

সহপাঠীদের প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে:

  • অসুস্থ হলে সেবা করা এবং ডাক্তারের কাছে নেওয়া।
  • প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করা।
  • মন খারাপ হলে সারিয়ে তোলার চেষ্টা করা।
  • সম্মানজনক আচরণ করা এবং কটুবাক্য এড়িয়ে চলা।
  • দুঃখে সান্ত্বনা দেওয়া এবং বিপদে সাহায্য করা।

সহপাঠীদের সুখে আমরা খুশি হই এবং দুঃখে ব্যথিত। সুশিক্ষার জন্য শ্রেণিকক্ষে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশে কাজ: ছোটো ছোটো দলে ভাগ হয়ে সহপাঠীদের প্রতি কর্তব্যের তালিকা তৈরি করতে হবে।

মানুষ সামাজিক জীব। সমাজের বিভিন্ন লোকের সাথে মিলেমিশে কাজকর্ম করতে হয়। আমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়াশোনা করি, সেখানে আমাদের সাথে আরও অনেকে পড়াশোনা করে। বিদ্যালয়ে আমরা যাদের সাথে একই শ্রেণিতে লেখাপড়া করি তারা সকলেই আমাদের সহপাঠী। সহপাঠীদের সাথে আমাদের আন্তরিক ও মধুর সম্পর্ক রয়েছে। সহপাঠীরা আমাদের ভাইবোনের মতো। স্কুলে আমরা একে অপরের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ রাখি। স্কুলে আমাদের সহপাঠীদের কেউ অসুস্থ হলে সেবা করা আমাদের কর্তব্য। প্রয়োজনে ডাক্তারের নিকট নিয়ে যেতে সাহায্য করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, যেমন: বই, খাতা, কলম, পেনসিল কারো না থাকলে তাকে দিয়ে সাহায্য করা উচিত। আমাদের সহপাঠীদের মধ্যে কারো মন খারাপ হলে, বিষণ্ণ বা চিন্তিত হলে তার বিষণ্ণতার ভাব দূর করার চেষ্টা করতে হবে। সহপাঠীদের সাথে উত্তম আচরণ করা উচিত। তাদেরকে উত্তম শব্দে সম্বোধন করতে হবে।
কাউকে খাটো করে কথা বলা থেকে বিরত থাকতে হবে, একে অপরকে মর্যাদা দিতে হবে। সহপাঠীদের সাথে কটুবাক্য ব্যবহার করা উচিত নয়। কারো মনে কষ্ট পেতে পারে এমন কোনো আচরণ থেকে বিরত থাকব। কেউ কোনো বিপদে পতিত হলে বিপদ দূর করার চেষ্টা করব। কারো ব্যথায় সান্ত্বনা দেবো। কাউকে উপনামে ডাকব না। কারো পিছনে লাগব না। দোষ-ত্রুটি ধরে লজ্জা দেবো না।

সহপাঠীদের সুখে আমরা সুখী হই আবার কারো কোনো দুঃসংবাদ শুনলে আমরা ব্যথিত হই। ধৈর্য- ধারণের পরামর্শ প্রদান করি। কখনো কোনো সুখবর পেলে আমরা তার আনন্দে শরিক হই।
সহপাঠীদের সাথে সদ্ব্যবহার করলে বা সম্পর্ক থাকলে শ্রেণিকক্ষের পরিবেশ ভালো থাকে, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হয়। সুশিক্ষার জন্য এটা খুব প্রয়োজন।

কাজ: শিক্ষার্থীরা ছোটো ছোটো দলে ভাগ হয়ে সহপাঠীদের প্রতি কর্তব্যের একটি তালিকা তৈরি করবে।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...