বাংলাদেশ পুলিশের Crime Investigation Department (CID) একটি অপহরণ মামলার রহস্য খুঁজতে গিয়ে অবাক হয়। এ অপহরণের সাথে জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করা যুবক অনির্বাণ ও তার এলাকার দরিদ্র শ্রেণির ৫ পেশাদার অপরাধী যুবক। পুলিশের নিকট স্বীকারোক্তিতে অনির্বাণ জানায় একটি চাকরির জন্যে তার নিকট ঘুষ দাবি করা হয়। আর সে টাকা যোগাড়ের জন্যেই তারা এই অপহরণ করে।
ইফতি সাহেব একজন ধনী ব্যবসায়ী। তার অর্থবিত্তের পরিমাণ দিন দিন বাড়ছে। তার অবশ্য অনেক বদভ্যাসও রয়েছে। যেমন- তিনি মদপান করেন ও জুয়া খেলেন। নিন্দুকেরা বলে আয়কর ফাঁকি দিয়ে কালো টাকা জমালে এ ধরনের বদভ্যাস গড়ে উঠবেই।
একদল ব্যাংক ডাকাত পলাশ উপজেলার সোনালী ব্যাংক শাখায় ডাকাতি করতে যায়। ডাকাতি করতে গিয়ে তাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। কারণ নৈশপ্রহরী ঘুমাচ্ছিল।
Read more