কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক—এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। নিচের থকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে। টিকচিহ্ন অথবা ক্রসচিহ্ন দেওয়ার মাধ্যমে। তোমরা ছকটি পূরণ করো। এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ তোমাদের কাছে স্পষ্ট হবে।
ক্রম | বৈশিষ্ঠ্য | কবিতা | গান | গল্প | প্রবন্ধ | নাটক |
---|---|---|---|---|---|---|
১ | মিলশব্দ | |||||
২ | তাল | |||||
৩ | নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন | |||||
৪ | সুর | |||||
৫ | পদ্য-ভাষা | |||||
৬ | গদ্য-ভাষা | |||||
৭ | কাহিনি | |||||
৮ | চরিত্র | |||||
৯ | বিষয় | |||||
১০ | অনুচ্ছেদ | |||||
১১ | সংলাপ | |||||
১২ | অভিনয় |
সাহিত্যের রূপ বুঝি
উপরের ছকটি পুরণের মাধ্যমে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক—এগুলোর যেসব বৈশিষ্ট্য পেয়েছ, তার ওপর ভিত্তি করে নিচে এগুলোর সংক্ষিপ্ত পরিচিতি লেখো।
কবিতা
গান
গল্প
প্রবন্ধ
নাটক
দেয়াল-পত্রিকা বানাই
আগের পরিচ্ছেদগুলোতে তোমরা গল্প, কবিতা ও প্রবন্ধ লিখতে শিখেছিলে। তখন তোমরা যেসব গল্প-কবিতা- প্রবন্ধ বানিয়ে বানিয়ে লিখেছিলে, সেগুলো নিয়ে দেয়াল-পত্রিকা তৈরি করো। এ কাজের জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দেবেন। প্রতি দল থেকে একটি করে দেয়াল-পত্রিকা তৈরি হবে।
Read more