পবিত্র কুরআন মজিদে কতগুলো আয়াত আছে যা পড়লে বা শুনলে সিজদাহ্ করা জরুরি। সিজদাহ্ আদায় না করলে গুনাহগার হবে। হাদিসে আছে, 'যখন কেউ সিজদাহর আয়াত পড়ে সিজদাহ্ করে তখন শয়তান একপাশে বসে বিলাপ করতে থাকে এবং বলে, হায় আফসোস! আদম সন্তানদের সিজদাহর হুকুম দেওয়া হলো, তারা সিজদাহ্ করল এবং জান্নাতের দাবিদার হলো। আর আমাকে সিজদাহর হুকুম দেওয়া হলো আমি অস্বীকার করে জাহান্নামি হলাম।' (মুসলিম)
সিজদায়ে তিলাওয়াতের নিয়ম
কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করে 'আল্লাহু আকবার' বলে সিজদাহ্ করতে হয়। সিজদাহ্ করার পর 'আল্লাহু আকবার' বলে উঠে দাঁড়াতে হয়। তাশাহহুদ পড়া ও সালাম ফেরানোর প্রয়োজন নেই। সিজদায়ে তিলাওয়াতে একটি সিজদাহ্ করলেই চলবে।
সিজদায়ে তিলাওয়াতের চারটি শর্ত
১. তাহারাত অর্থাৎ পবিত্র হওয়া। ২. সতর ঢাকা। ৩. কিবলামুখী হওয়া। ৪. সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করা। সিজদায়ে তিলাওয়াতের স্থান
১. সূরা আল-আ'রাফ, আয়াত: ২০৬। ২. সূরা রা'দ, আয়াত: ১৫। ৩. সূরা আন-নাহল, আয়াত: ৫০। ৪. সূরা বনি ইসরাইল, আয়াত: ১০৯। ৫. সূরা মারইয়াম, আয়াত: ৫৮। ৬. সূরা আল-হাজ্জ, আয়াত: ১৮, ৭৭। ৭. সূরা আল-ফুরকান, আয়াত: ৬০। ৮. সূরা আন-নামল, আয়াত: ২৬। ৯. সূরা সাজদাহ, আয়াত: ১৫। ১০. সূরা সোয়াদ, আয়াত: ২৪। ১১. সূরা হা-মীম-আস্-সাজদাহ, আয়াত: ৩৮। ১২. সূরা আন-নাজম, আয়াত: ৬২। ১৩. সূরা আল-ইনশিকাক, আয়াত: ২১। ১৪. সূরা আল-আলাক, আয়াত: ১৯।
| কাজ : শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং সূরার নাম ও আয়াত নম্বরসহ সিজদায়ে তিলাওয়াতের স্থানসমূহ ছক আকারে লিখে শ্রেণিতে উপস্থাপন করবে। | 
Read more