সি অ্যারে ফাংশন (C array function)

Computer Programming - সি প্রোগ্রামিং (C Programming) - সি অ্যারে (C Array)
457

এই অধ্যায়ে আপনি ফাংশনের মধ্য দিয়ে array কে অতিক্রম(pass) করানো এবং আপনার প্রোগ্রামে array এর ব্যবহার শিখবেন। সুতরাং এই অধ্যায় শেষে আপনি one-dimensional এবং multi-dimensional উভয় array কে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম করানো শিখবেন।


সি প্রোগ্রামিং এ array এর একটি এলিমেন্টকে অথবা সম্পূর্ণ array কে ফাংশনের মধ্যে দিয়ে অতিক্রম করানো যায়।

 

one-dimensional এবং multi-dimensional উভয় array এর জন্য এই কাজটি করা যায়।


One-dimensional Array কে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম করানো

 

ফাংশনের মধ্য দিয়ে ভ্যারিয়েবলকে যে পদ্ধিতিতে অতিক্রম(pass) করানো হয়, একই পদ্ধতিতে array এর একটি একক এলিমেন্টকেও অতিক্রম করানো যায়।

ফাংশনের মধ্য দিয়েে array এর একটি একক এলিমেন্টকে অতিক্রম করানোর জন্য প্রোগ্রাম

 

kt_satt_skill_example_id=375

 

একটি সম্পূর্ণ one-dimensional array কে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম করানো

 

ফাংশনের মধ্য দিয়ে array-কে আর্গুমেন্ট(argument) হিসাবে অতিক্রম করানো হলে শুধুমাত্র array এর নাম অতিক্রম হয়। অর্থাৎ মেমোরি এরিয়ার একেবারে শুরু থেকে আর্গুমেন্ট হিসাবে অতিক্রম করে।


 

ব্যক্তির বয়স সম্বলিত array কে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম করানোর জন্য সি প্রোগ্রাম। এই ফাংশনের মাধ্যমে ব্যক্তির গড় বয়স নির্ণয় করে main ফাংশনের মাধ্যমে ডিসপ্লে(display) করানো হয়।

kt_satt_skill_example_id=378

multi-dimensional array কে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম করানো

tow-dimensional array কে আর্গুমেন্ট হিসাবে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম(passed) করানোর সময় one-dimensional array এর মতই সংরক্ষিত মেমোরি এরিয়ার একেবারে শুরু থেকে অতিক্রম করে।


 

উদাহরণঃ two-dimensional array কে ফাংশনের মধ্য দিয়ে অতিক্রম করানো

 

kt_satt_skill_example_id=379

 

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...