সি কমেন্ট (C comment)

Computer Programming - সি প্রোগ্রামিং (C Programming) - সি ব্যাসিক (C Basic Tutorial)
523

সি প্রোগ্রামে দুই ধরনের কমেন্ট ব্যবহৃত হয়। এই অধ্যায়ে আপনি সি প্রোগ্রামে কমেন্টের ব্যবহার করা শিখবেন।


কোড ব্যাখ্যা করার জন্য এবং অধিক পাঠযোগ্য করে তোলার জন্য সি প্রোগ্রামিং এ কমেন্ট ব্যবহার করা হয়।

বিশেষকরে কোডের ডকুমেন্ট লেখার জন্য ব্যপকহারে কমেন্ট ব্যবহৃত হয়।


কমেন্টের প্রকারভেদ

সি প্রোগ্রামে দুই ধরনের কমেন্ট রয়েছেঃ

  1. এক লাইনের কমেন্ট(Single Line Comments )
  2. একের অধিক লাইনের কমেন্ট(Multi Line Comments )


 

এক লাইনের কমেন্ট

 

এক লাইনের কমেন্ট // দিয়ে শুরু হয়।

// এর পরে যেকোন ধরণের টেক্সটকে সি কম্পাইলার এড়িয়ে চলে।

উদাহরনঃ নিচের উদাহরণে সি প্রোগ্রামে কমেন্টের ব্যবহার দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=135

 

এমনকি আপনি স্টেটমেন্টের পরেও কমেন্ট রাখতে পারেন।

printf("I Love C");  //প্রিন্ট ফাংশনের ব্যবহার 

 


 

একের অধিক লাইনের কমেন্ট

একের অধিক লাইনের কমেন্ট /* দিয়ে শুরু হয় এবং */ দিয়ে শেষ হয়।

/* এবং */ এর মধ্যে যেকোন ধরণের টেক্সটকে সি কম্পাইলার এড়িয়ে চলে।

উদাহরনঃ নিচের উদাহরণে কোড বুঝার জন্য একের অধিক লাইনের কমেন্ট ব্যবহার করা হয়েছে:

kt_satt_skill_example_id=136

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...