সি ব্রেক (C break statement)

Computer Programming - সি প্রোগ্রামিং (C Programming) - সি কন্ট্রোল স্টেটমেন্ট (C Control Statement)
801

লুপের সাধারণ ফ্লো(flow) কে বন্ধ করে দেওয়ার জন্য প্রোগ্রামিং এ break স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এই অধ্যায়ে আপনি break স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রামিং এর বিভিন্ন লুপকে তাৎক্ষনিক বন্ধ করে দেয়া শিখবেন।


মাঝে মাঝে টেষ্ট এক্সপ্রেশনকে চেক করা ছাড়াই লুপকে তাৎক্ষনিক বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে break স্টেটমেন্ট ব্যবহৃত হয়।

সি প্রোগ্রামিং break স্টেটমেন্ট

 

সি প্রোগ্রাম break স্টেটমেন্টের সাক্ষাৎ পাওয়া মাত্রই ব্রেক স্টেটমেন্ট for, while এবং do...while লুপকে তাৎক্ষনিক খতম করে ফেলে। সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত স্টেটমেন্ট যেমন-if...else স্টেটমেন্টে break স্টেটমেন্ট ব্যবহৃত হয়।


ব্রেক স্টেটমেন্টের সিনট্যাক্স

break;

ব্রেক স্টেটমেন্টের ফ্লোচার্ট

break স্টেটমেন্ট এর ফ্লোচার্ট


ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে?

Working of break statement


উদাহরন ১: ব্রেক স্টেটমেন্ট

 

kt_satt_skill_example_id=219

 

উদাহরন ২: ব্রেক স্টেটমেন্ট

 

kt_satt_skill_example_id=220

 

উপরের প্রোগ্রাম সর্বোচ্চ ১৫ টি সংখ্যার যোগফল নির্ণয় করে। কিন্তু ৬ নাম্বার ইনপুটে break স্টেটমেন্টের সাক্ষাৎ মেলায় সঙ্গে সঙ্গেই for লুপের সমাপ্তি ঘটেছে।

 

সি প্রোগ্রামিং এ switch...case স্টেটমেন্টেও break স্টেটমেন্ট ব্যবহৃত হয়।


 

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...