নির্দিষ্ট কোড ব্লককে রিপিট(repeat) করার জন্য প্রোগ্রামিং এ লুপ ব্যবহৃত হয়। এই অধ্যায়ে আপনি সি প্রোগ্রামিং এ while লুপ তৈরি করা শিখবেন।
সর্বশেষ শর্তে না পৌঁছা পর্যন্ত নির্দিষ্ট কোড ব্লককে রিপিট(repeat) করার জন্য লুপ ব্যবহৃত হয়। সি প্রোগ্রামিং এ তিন ধরণের লুপ রয়েছেঃ
- ফর লুপ - for loop
- হোয়াইল লুপ - while loop
- ডু...হোয়াইল লুপ - do...while loop
হোয়াইল লুপের সিনট্যাক্সঃ
while (testExpression)
{
//এই কোড এক্সিকিউট হবে
}
হোয়াইল লুপ কিভাবে কাজ করে?
whileলুপ প্রথমে testExpression কে নির্ণয় করে।- যদি testExpression এর এর ভ্যালু true হয় তাহলে
whileলুপের ভেতরের কোড এক্সিকিউট(execute) হয়। testExpression পূনরায় নির্ণয় হয়। test expression এর ভ্যালু false(0) না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। - যখন testExpression এর ভ্যালু false হয় তখন while লুপের সমাপ্তি ঘটে।
হোয়াইল লুপের ফ্লোচার্ট

উদাহরন ১: হোয়াইল লুপ
kt_satt_skill_example_id=206
উদাহরন 2: হোয়াইল লুপ
kt_satt_skill_example_id=208
Content added || updated By
Read more