পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহর নামে
মক্কি সূরা, আয়াত সংখ্যা-৬
বাংলা উচ্চারণ:
১. স্কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
২. লা আবুদু মা তাবুদুন।
৩. ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ।
৪. ওয়া লা আনা আবিদুম মা আবামতুম।
৫. ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ।
৬. লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
অর্থ :
১. বল, হে কাফিরগণ।
২. আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা কর।
৩. এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যাঁর ইবাদত আমি করি ।
৪. এবং আমি ইবাদতকারী নই তার, যার ইবাদত তোমরা করে আসছ ।
৫. এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যাঁর ইবাদত আমি করি।
৬. তোমাদের দীন তোমাদের, আর আমার দীন আমার জন্য ।
Read more