সূরা কুরায়শ

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - কুরআন মজিদ শিক্ষা | | NCTB BOOK
10
10

                                                                পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহর নামে

                                                                         মক্কি সূরা, আয়াত সংখ্যা-৪

বাংলা উচ্চারণ:

১. লি  ঈলাফি কুরাইশীন। 

২. ঈলাফিহিম রিহলাতাশ শিতায়ি ওয়াসসায়্যিফ। 

৩. ফালইয়াবুদু রাব্বা হা’জাল বাইত । 

৪. আল্লাজি আতয়ামাহুম মিন জুয়ে ওয়া আমানাহুম মিন খাউফ।

অর্থ : 

১. যেহেতু কুরাইশদের আসক্তি আছে।

২. আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের। 

৩. তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের। 

8. যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।

Content added By
Promotion