পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহর নামে
মক্কি সূরা, আয়াত সংখ্যা-৭
বাংলা উচ্চারণ:
১. আরাইতাল্লাযী ইউকাজ্জিবুবিদ্দীন।
২. ফাজালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম।
৩. ওয়ালা ইয়াহুদ্দু আলা তায়ামিল মিসকীন।
৪. ফাওয়াইলুল্লিল মুসাল্লীন।
৫. আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহূন।
৬. আল্লাযিনা হুম ইউরাউন।
৭. ওয়া ইয়ামনাউনাল মা’উন।
অর্থ :
১. তুমি কি দেখেছ তাকে যে দীনকে প্রত্যাখ্যান করে?
২. সে তো সেই যে, এতিমকে রুঢ়ভাবে তাড়িয়ে দেয় ।
৩. এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না ।
8. সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের।
৫. যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন।
৬. যারা লোক দেখানোর জন্য তা করে।
৭. গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্যদানে বিরত থাকে।
Read more