সোল্ডারিং কাজের জন্য প্রথমে ধাতব বস্তু বা ওয়ার্ক পিসের প্রাপ্ত দুটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এ কাজে শিরিস কাগজ ব্যবহার করা যেতে পারে। এরপর প্রাপ্ত দুটিতে অল্প একটু ফ্লাক্স প্রয়োগ করতে হবে। সোল্ডারিং আয়রন প্রয়োজন মতো উত্তপ্ত করে ওয়ার্ক পিনের প্রাপ্ত দুটি একসাথে লাগিয়ে ভাতে সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল স্থাপন করে তার উপর সোল্ডারিং আয়রন চেপে ধরে সোল্ডার পলিয়ে ধাতুর জোড়া লাগাতে হবে।
আরও দেখুন...