ভূমিকা-
কাপড় থেকে অপদ্রব্য যেমন তৈল, চর্বি, মোম ও সাইজিং এর সময় ব্যবহার স্টার্চ বাদে অন্যান্য উপাদানসহ রাসায়নিক দ্রব্য দ্বারা ক্রিয়া করিয়ে দূর করাই স্কাওয়ারিং এর কাজ। আবার কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য ডিসাইজিং ও স্কাওয়ারিং পদ্ধতিতে সম্পূর্ণভাবে দূর হয় না। কাজেই উপরোক্ত অপদ্রব্য দূরীকরণ ও কাপড়ের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা এবং টেক্সটাইল দ্রব্যের নিজস্ব রং অর্থাৎ প্রাকৃতিক রং দূর করার জন্য ব্লিচিং করার প্রয়োজন রয়েছে।
সংজ্ঞা
ক) স্কাওয়ারিং যে প্রক্রিয়ায় অ্যালকালি অথবা ডিটারজেন্ট যোগে টেক্সটাইল দ্রব্যাদি থেকে তৈল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূর করা এবং টেক্সটাইল দ্রবাদিকে পরিষ্কার ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয় তাকে স্কাওয়ারিং বলে ।
খ) ব্লিচিং যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল সামগ্রী হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ দূর করে ধবধবে সাদা করা হয় তাকে ব্লিচিং বলে।
গ) সাওয়ারিং স্কাওয়ারিং পদ্ধতির থেকে যাওয়া অ্যালকালি দূর করার জন্য বা কাপড়কে প্রশমিত করার জন্য পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা পাতলা সালফিউরিক এসিড যে প্রক্রিয়াজাত করা হয় তাকে সাওয়ারিং বলে ।
স্কাওয়ারিং পদ্ধতিতে ব্যবহার রাসায়নিক পদার্থের নাম
ডিটারজেন্ট, অ্যালকালি, অক্সিডাইজিং ও রিডিউসিং এজেন্ট এর নাম নিম্নে দেওয়া হলো ।
ক) ডিটারজেন্ট
০ টার্কি রেড ওয়েল
০ নিকাল এ
০ নিকাল বি. এক্স
০ আইজিপন এ
০ লিছাপল এল এস
০ নিছাপল ডি
০ লিছাপল এন
খ) অক্সিডাইজিং এজেন্ট
• অক্সিজেন
• ওজোন
• হাইড্রোজেন পার অক্সাইড
• ম্যাংগানিজ ডাই অক্সাইড
• পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি।
গ) রিডিউসিং এজেন্ট
• হাইড্রোজেন
• কার্বন
• কার্বন মনোক্সাইড
• হাইড্রোজেন সালফাইড
• জিংক অক্সাইড ইত্যাদি।
ঘ) ব্লিচিং এজেন্ট
অক্সিডাইজিং ও রিডিউসিং ব্লিচিং এজেন্ট এর তালিকা
ক) অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট-
অক্সিডাইজিং এজেন্ট এর মাধ্যমে যে ব্লিচিং প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট বলে। যেমন-
• ক্লোরিন গ্যাস
• ওজোন
• হাইড্রোজেন পার অক্সাইড
• সোডিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার
• সোডিয়াম পার অক্সাইড ইত্যাদি
খ) রিডিউসিং ব্লিচিং
এজেন্ট এর মাধ্যমে যে ব্লিচিং প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে রিডিউসিং ব্লিচিং এজেন্ট বলে। যেমন-
• হাইড্রোজেন সালফাইড
• সালফার ডাই অক্সাইড
• সোডিয়াম সালফেট ফেরাস সালফেট
• কার্বন মনোক্সাইড
• স্টেনাস ক্লোরাইড
সতর্কতা-
স্কাওয়ারিং ও ব্লিচিং এজেন্ট নির্বাচনের পূর্বে আঁশের ধরণ এজেন্টের মূল্য ইত্যাদি বিবেচনা করতে হবে ।
উপসংহার / মন্তব্য