স্কেলের রুপান্তর (Scale Conversion)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ড্রাফটিং-এ অধিকাংশ সময়ই একটি স্কেলে কোনো ড্রয়িং দেয়া বা করা থাকলে অন্য একটি স্কেলে করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অঙ্কনের সমর ক্ষেত্র রূপান্তর বা কনভারশনের প্রয়োজন হয়। অর্থাৎ অন্য একটি স্কেলে অন করতে হয় ।

স্কেল রূপান্তর বা কনভারশন:

স্কেলঃ ¼ “ = 1' - 0” = 12" 

বা, 1 = 12 × 4 = 48

বা, 1 : 48 বা, 1 : 50 প্রায় (অর্থাৎ ¼ = 1-0 মিটার স্কেলের প্রায় 1 : 50 এর সমান । )

নিচে স্কেল রূপান্তর বা কনভারশনের সুবিধার্থে মিটার ও ফুট স্কেলের কনভারশনের ছকটি প্রদত্ত হলো ।

ফুট ও ইঞ্চি থেকে মিটারে রূপান্তর

 

 

ফুট থেকে মিটারে রূপান্তর

Content added By
Promotion