স্প্রেডশিট ব্যবহারের কৌশল

নবম-দশম শ্রেণি (দাখিল) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - আমার লেখালেখি ও হিসাব | | NCTB BOOK

তোমরা ইতোমধ্যে প্রেডশিট ব্যবহারের কিছু মৌলিক ধারণা সম্পর্কে শিখেছ। এ বইয়ে তোমরা আরও কিছু অগ্রসর ধারণা শিখতে পারবে।
গুণ করা
প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মধ্যে সুত্র দিতে হয়। সূত্র সব সময় " " সমান চিহ্ন দিয়ে শুরু
হয়।গু্ন করার প্রক্রিয়া দুধরনের।

১. সাধারণভাবে সেলে সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পওয়া যায় ।

২. ফলাফল সেলে শ্রেডশিট ফাংশন = PRODUCT লিখে সেনের রেঞ্জ দিয়ে এন্টার দিলে।

 

ভাগ করা
স্প্রেডশিটে ভাগ করার কাজটিও সূত্র দিয়ে করতে হয়। ভাগ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে = A1 / B1 সূত্র লিখতে হয়। এক্ষেত্রে / চিহ্নটি ভাগ চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়।

শতকরা নির্ণয় করা
৪০০ টাকার ১৫% কত টাকা? ক্রয়মূল্য ১২০০ টাকা হলে ১৬% লাভে বিক্রয়মূল্য কত? বাস্তব জীবনে আমরা এ ধরনের অনেক হিসাবের মুখোমুখি হই। স্প্রেডশিটের মাধ্যমে সহজেই আমরা এ হিসাবগুলো করতে পারি ।

 প্রেডশিটের মাধ্যমে প্রথম সমস্যাটি সমাধানের ক্ষেত্রে ফলাফল সেলে =A3*B3% সূত্র প্রয়োগ করে সমাধান করা যায়। সুত্রটি কীবোর্ড ব্যবহার করে ফলাফল সেলে লিখার নিয়ম হলো প্রথমে = চিহ্ন দিয়ে ৪০০ নিখা সেলে ক্লিক করতে হবে। তারপর কীবোর্ডে * চাপতে হবে। তারপর ১৫ লিখা সেলে ক্লিক করতে হবে । এরপর কীবোর্ড থেকে % (লিফট কী চেপে ৫) লিখে এন্টার করতে হবে। পেয়ে যাবে তোমাদের ফলাফল। দ্বিতীয় সমস্যাটি সমাধান করার জন্য =A3*B3%+A3 সুত্র ব্যবহার করতে হবে। এ সূত্রটি লিখার নিয়মও উপরের নিয়মের মতো।

Content added By
Content updated By
Promotion