সুদান ৯ মাস মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা লাভ করে। হানাদার বাহিনী সৈন্য সামন্তসহ একটি খোলা ময়দানে আত্মসমর্পণ করেন।
সোহান ও শাওন দু বন্ধু। সোহান তার বন্ধু শাওনের পরিবারের সবাইকে ভালোবাসলেও শাওনের দাদাকে ঘৃণা করে। এ ঘৃণার কারণ দেশে যখন মহান স্বাধীনতা শুরু হয় তখন শাওনের দাদা এমন একটি কমিটির সদস্য হিসেবে নিজের নাম লিখিয়েছিল যে কমিটির সদস্যসংখ্যা ছিল ১০৪। ঐ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন জনাব খাজা খয়েরউদ্দিন।
পাঁচ সন্তানের মধ্যে আসিফ ছাড়া কারও জন্মের তারিখ মনে নেই মুক্তিযোদ্ধা আরমান আলীর। আসিফের জন্মতারিখ মনে থাকার অন্যতম কারণ। সে এমন একটি দিন জন্মগ্রহণ করেছিল সেদিন বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি সরকার গঠন করা হয়েছিল। এ সরকারকে অস্থায়ী সরকারও বলা হয়।
Read more