হামদ

চতুর্থ শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - নবি-রাসুলগণের পরিচয় ও জীবন আদর্শ | | NCTB BOOK
16
16

                    

                         হামদে ইলাহী

                                      কাজী নজরুল ইসলাম

 

শোন শোন ইয়া ইলাহী

 আমার মোনাজাত ।

 তোমারি নাম জপে যেন

 হৃদয় দিবস রাত।

 

যেন কানে শুনি সদা 

তোমারি কালাম হে খোদা, 

চোখে যেন দেখি শুধু 

কুরআনের আয়াত 

 

দুখে যেন জপি আমি 

কলমা তোমার দিবস-যামী,

 (তোমার ) মসজিদেরই ঝাড়ু বর্দার

 হোক আমার এ হাত।

 

সুখে তুমি দুখে তুমি, 

চোখে তুমি বুকে তুমি,

 এই পিয়াসী প্রাণের, 

খোদা তুমি আব হায়াত।

 

 

Content added By

Read more

Promotion