হিসাবের ছক

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - হিসাববিজ্ঞান - হিসাব | | NCTB BOOK

হিসাববিজ্ঞানে হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক ব্যবহৃত হয়—

“T” — ছকের বৈশিষ্ট্য

 

  • হিসাবের একটি শিরোনাম থাকবে।
  • ছকটি ডেবিট ও ক্রেডিট দুইটি অংশে বিভক্ত।
  • উভয় অংশে চারটি করে মোট আটটি কলাম থাকবে।
  • নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত (ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য) নির্ণয় করতে হবে।
  • হিসাবের কোড নম্বর থাকবে।

 

‘চলমান জের’— ছকের বৈশিষ্ট্য

 

  • হিসাবের একটি শিরোনাম থাকবে।
  • হিসাবের কোড নম্বর উল্লেখ থাকবে।
  • তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার (জা: পৃ:) কলাম একটি।
  • টাকার কলাম মোট ৪টি।
  • ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত।
  • প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়।

 

Content added By
Promotion