৫ টি মহাসাগর

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
  • পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর- প্রশান্ত মহাসাগর । 
  • পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান্ত মহাসাগর)।
  • এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত- ভারত মহাসাগর
  • ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ- মাদাগাস্কার।
  • আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর- উত্তর মহাসাগর।
  •  আটলান্টিক মহাসাগরকে বলে- শৈবাল সাগর। (Sen)
  • মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানিরাশিকে বলে- সাগর
  • আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর ।
  • তিনদিক স্থলদ্বারা বেষ্টিত পানিরাশিকে বলে- উপসাগর (Bay)
  • প্রায় চারদিকে স্থলদ্বারা বেষ্টিত পানিরাশিকে বলে- উপসাগর (Gulf) 
  •  বিশ্বের বৃহত্তম উপসাগর- মেক্সিকো উপসাগর (Gulf)
  •  বিশ্বের বৃহত্তম উপসাগর- বঙ্গোপসাগর (Bay)
  • চারদিকে স্থলদ্বারা বেষ্টিত পানিরাশিকে বলে- হৃদ (Lake) 
  • সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাঁটা হয়।
  • একমাসে তেজ কটাল এবং মরা কটাল হয়ে থাকে- দুইবার।
  •  উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো প্রায় ১২ ঘন্টা ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
আর্কটিক মহাসাগর
Promotion