পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || রাজশাহী বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    ‘ক’ নামক অঞ্চলটি দীর্ঘদিন উপনিবেশিক শাসনাধীনে ছিল। বৃহৎ এ অঞ্চলে ক্রমশ দুটি ধর্মীয় সম্প্রদায় সংগঠিত হয়। শাসকগোষ্ঠীর বিমাতাসুলভ আচরণ ও সম্প্রদায় দুটির অনৈক্যের কারনে অঞ্চলটিতে অস্থিরতা দেখা দেয়। এমতাবস্থায় উপনিবেশিক শক্তি অঞ্চলটির স্বাধীনতা দানের পক্ষ্যে একটি আইন করে। এ আইনের ফলে 'ক' অঞ্চলটিতে সম্প্রদায়গত পরিচয় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়।

    • (ক) বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?
      Please wait...
    • (খ) স্বদেশী আন্দোলন বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত আইনের সাথে তোমার পঠিত যে আইনের সাদৃশ্য রয়েছে তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় উক্ত আইনটি অপরিহার্য ছিল- বিশ্লেষণ কর।
      Please wait...
  • (২)

    বৃহৎ কোনো রাষ্ট্রের অভ্যন্তরস্থ একটি অঞ্চলের জনগণ পাঠ্যপুস্তকে তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহার করার জন্য শাসকগোষ্ঠীর কাছে দাবি জানিয়ে আসছিল। দীর্ঘ সংগ্রামের পর তাদের দাবি স্বীকৃতি পায়। ফলে বৃহৎ রাষ্ট্রটির ঐক্য সুদৃঢ় হয়।

    • (ক) গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে?
      Please wait...
    • (খ) ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের কোন আন্দোলনের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত আন্দোলনের পরিণতি ছিল বিপরীতমুখী বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৩)

    পল্লী এলাকার মানুষের জনপ্রিয় নেতা কলিমুল্লাহ নানাবিধ সমস্যায় জর্জরিত কৃষকদের মুক্তির উপায় খুঁজতে থাকেন। জনগণের ভোটে প্রতিনিধি হয়ে তিনি সুদখোর মহাজনদের কবল থেকে কৃষকদেরকে মুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করেন। তাছাড়া ভূস্বামীদের কবল থেকে জমি ফিরে পাওয়ার জন্য অপর একটি আইন তিনি প্রণয়ন করেন।

    • (ক) বঙ্গভঙ্গ পূর্ব অবিভক্ত প্রদেশটির নাম কী ছিল?
      Please wait...
    • (খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের যে নেতার অবদান প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত নেতার সকল অবদান উদ্দীপকে প্রতিফলিত হয়নি— তুমি কী এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
      Please wait...
  • (৪)

    রাইমার দেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার এবং শক্তিশালী মন্ত্রী পরিষদ গঠনের কথা বলা হয়েছে। আইনসভার সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে বা পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে।

    • (ক) কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
      Please wait...
    • (খ) পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের মূলনীতিতে কী পরিবর্তন আনা হয়েছিল?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত সংবিধানে বাংলাদেশের সংবিধানের কোন বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয়নি? ব্যাখ্যা করো।
      Please wait...
    • (ঘ) রাইমার দেশের সংবিধান সংশোধন পদ্ধতির তুলনায় তোমার দেশের সংবিধান সংশোধন পদ্ধিতি অধিকতর গ্রহণযোগ্য। উক্তিটির স্বপক্ষে তোমার যুক্তি পেশ কর।
      Please wait...
  • (৫)

    একটি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে বিভিন্ন পদে নিয়োগদান করেন। সভাপতির নামে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হলেও সাধারণ সম্পাদকই মূলত যাবতীয় কার্যাবলীর সফলতা ব্যার্থতার জন্য দায়বদ্ধ। সাধারন সম্পাদক সংগঠনটির নেতৃত্ব প্রদান করলেও এর সদস্যদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা সভাপতি হ্রাস-বৃদ্ধি বা রহিত করতে পারেন।

    • (ক) কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়?
      Please wait...
    • (খ) অভিশংসন বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাধারণ সম্পাদক পদের সাথে তোমার দেশের শাসনবিভাগের কোন পদাধিকারীর সাদৃশ্য পাওয়া যায় ব্যাখ্যা করো।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের সভাপতির সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার দেশের নিয়মতান্ত্রিক প্রধানের শাস্তিমূলক ব্যবস্থা পুনঃবিবেচনার ক্ষমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক। তুমি কী এ বক্তব্য সমর্থন করো যুক্তি দাও।
      Please wait...
  • (৬)

    ‘গ’ রাষ্ট্রটির আইনসভা ৫০০ সদস্যবিশিষ্ট। ৩০০ জন সদস্য ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। ১০০ জন্য সংরক্ষিত মহিলা সদস্য মহিলা ভোটারদের ভোটে এবং ১০০ জন সংখ্যালয় ও উপজাতি সদস্য জনসংখ্যার সংখ্যানুপাতে সংশ্লিষ্ট ভোটারদের ভোটে নির্বাচিত হয়।

    • (ক) সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের আইনসভা গঠনের কথা বলা হয়েছে?
      Please wait...
    • (খ) কোরাম বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) 'গ' রাষ্ট্রটির আইনসভার সাথে তোমার দেশের আইনসভার গঠন পদ্ধতির কী সাদৃশ্য ও বৈসাদৃশ রয়েছে? ব্যাখ্যা করো।
      Please wait...
    • (ঘ) তোমার দেশের আইনসভার তুলনায় উদ্দীপকে উল্লিখিত আইনসভাটি অধিকতর প্রতিনিধিত্বমূলক উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
      Please wait...
  • (৭)

    দেশের উত্তরাঞ্চলের জনগণ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিস বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের তুলনায় অনগ্রসর ছিল উত্তরাঞ্চলের জেলাসমূহ অন্যগ্রসরতা কাটিয়ে উন্নতির লক্ষ্যে দক্ষিণাঞ্চলের জেলা সমূহের সাথে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধিকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু নির্মিত হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হলে দু'অঞ্চলের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পায়। অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে উভয় অঞ্চলের জনগণ উপকৃত হতে থাকে।

    • (ক) SAARC-এর পূর্ণরূপ লেখ।
      Please wait...
    • (খ) কী উদ্দেশ্যে সার্ক গঠিত হয় লেখ।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত সহযোগিতার সফলতাকে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায় তা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) অনুরূপ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলে বাংলাদেশের মতো রাষ্ট্রসমূহ লাভবান হবে বলে তুমি মনে কর কী? মতামত দাও।
      Please wait...
  • (৮)

    জাভেদ ভাগ্যোন্নয়নের জন্য চাকরি নিয়ে সিঙ্গাপুর যায়। চার বছর চাকরি করার পর সে দেশে ফিরে আসে। কিছুদিন পর সে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরের ওজন দ্রুত হ্রাস পেতে থাকে। ঘন ঘন জ্বর হয়, হজম শক্তি কমতে থাকে, স্মরণশক্তি লোপ পায় এবং সে ক্রমাগত দুর্বল হতে থাকে। ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে বলেন যে, জাভেদ ভাইরাসঘটিত একটি রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তারের কথা শুনে জাভেদের পরিবার ও বন্ধু-বান্ধব জাভেদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করে।

    • (ক) ইভ-টিজিং কাকে বলে?
      Please wait...
    • (খ) অটিজম বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) জাভেদ যে রোগে আক্রান্ত হয়েছে তার নাম উল্লেখপূর্বক রোগটি প্রতিরোধের উপায় ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) জাভেদের প্রতি তার পরিবার ও বন্ধু-বান্ধবের আচরণ অত্যন্ত ইতিবাচক ও মানবিক মূল্যায়ন কর।
      Please wait...
  • (৯)

    ছোট একটি শহরের জনপ্রতিনিধি জনাব কামরুল ইসলাম তার শহরের পয়ঃনিস্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট ও খেলাধুলার মাঠ উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। অন্যান্য সদস্যদের সহায়তায় তিনি তার শহরের শান্তি-শৃঙ্খলা, নিরক্ষরতা দূরীকরণ এবং বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রম সম্পাদন করেন। তিনি ও তার ৪ সদস্য নিয়ে গঠিত সালিশি আদালত এলাকার ছোটখাটো বিবাদ ও কলহের মীমাংসা করতে পারেন।

    • (ক) স্থানীয় সরকার কাকে বলে?
      Please wait...
    • (খ) সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) জনাব কামরুল ইসলাম যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রধান তার গঠন উল্লেখ্য কর।
      Please wait...
    • (ঘ) উক্ত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সকল কার্যক্রম উদ্দীপকে প্রতিফলিত হয় নাই - মন্তব্য কর।
      Please wait...

Promotion