হাবিবা এইচএসসি পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণিতে উঠার পরপরই বাবা মা তার বিয়ে দিয়ে দেন। নতুন সংসার ও পরীক্ষার পড়া সবমিলিয়ে সে মানসিক পীড়নের মধ্যে থাকে। টেস্ট পরীক্ষার আগের দিন তার স্বামী কলেজের সমাজকর্মের শিক্ষক মাহফুজ স্যারকে ফোন করে জানায় "হাবিবা অস্বাভাবিক আচরণ করছে।" শিক্ষক বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং হাবিবার সাথে সরাসরি কথা বলে তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলে খরা মৌসুমে খুব অভাব দেখা দিত। একে অনেকে 'মঙ্গা' নামে অভিহিত করে। সমাজকর্ম বিষয়ে ডিগ্রিধারী এনজিও কর্মী কামাল মনে করে এ অঞ্চলের অভাবগ্রস্ত মানুষকে বাঁচাতে হলে সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতির পাশাপাশি কিছু সনাতন ব্যবস্থারও প্রচলন দরকার। তিনি তাদেরকে শস্য মৌসুমে একটি “সমবায় শস্যগোলা” প্রতিষ্ঠার পরামর্শ দেন। যা তাদেরকে মঙ্গার সময় খাবার সরবরাহ করবে।