পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || ঢাকা বোর্ড || 2017

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    ভারতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য ১৮৮৫ সালে সর্বপ্রথম এ উপমহাদেশে একটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। মুসলমানগণ ও তাদের স্বার্থ এবং দাবি-দাওয়া পূরণের উদ্দেশ্যে আরো একটি রাজনৈতিক দল গঠন করেন। দল দুটি প্রাথমিক পর্যায়ে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখায়। পরবর্তীতে দল দুটির নেতৃত্বে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

    • (ক) দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
      Please wait...
    • (খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? যে কোনো একটি রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা কর।
      Please wait...
    • (ঘ) ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন কর।
      Please wait...
  • (২)

    ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

    • (ক) দ্বৈত শাসন কি?
      Please wait...
    • (খ) লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল?
      Please wait...
    • (গ) উদ্দীপকে ? চিহ্নিত স্থানে কোন ভারত শাসন ? আইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা দাও ।
      Please wait...
    • (ঘ) উক্ত ভারত শাসন আইন অনুসারে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা কর।
      Please wait...
  • (৩)

    ' দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে বাবা মাকে হারান। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাননি। তবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, দরিদ্র কৃষক শ্রমিকের স্বার্থ সংরক্ষণে তিনি আজীবন আন্দোলন করে গেছেন। তার জীবনযাপন ছিল অতি সাধারণ। তাকে মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করা হয়।

    • (ক) কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
      Please wait...
    • (খ) ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) জনাব 'ক' এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন নেতার কর্মকাণ্ডের মিল আছে, ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) কৃষকদের স্বার্থ আদায় ও জন অধিকার প্রতিষ্ঠায় উক্ত নেতার ভূমিকা আলোচনা কর।
      Please wait...
  • (৪)

    রাজধানীর শ্যামপুর থানার একটি মামলায় বিনা বিচারে প্রায় দেড় দশক ধরে কারাগারে ছিলেন চান মিয়া। এ বিষয়ে বেসরকারি একটি চ্যানেলে সংবাদ প্রচারিত হলে সর্বোচ্চ আদালতের নজরে আনেন দুই আইনজীবী।সর্বোচ্চ আদালত চান মিয়াকে জামিন এবং ৯০ দিনের মধ্যে নিম্ন আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।

    • (ক) বাংলাদেশের শাসন বিভাগের প্রধান কে?
      Please wait...
    • (খ) বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
      Please wait...
    • (গ) উদ্দীপকে বাংলাদেশের কোন আদালতের কথা উল্লেখ করা হয়েছে? এর গঠন বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত আদালতের ভূমিকা মূল্যায়ন কর।
      Please wait...
  • (৫)

    ব্রিটেনের সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হন। কিন্তু রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে দায়িত্ব প্রাপ্ত হন। সে দেশের সরকার প্রধান আইন প্রণয়নে নেতৃত্ব দেন। তবে তিনি আইনসভায় জবাবদিহি করতে বাধ্য। শাসন বিভাগের প্রধান হিসেবে ব্রিটেনের রাষ্ট্র প্রধানের নামে সকল কার্য সম্পাদিত হয়।

    • (ক) জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
      Please wait...
    • (খ) বাংলাদেশের আইনসভার গঠন লিখ।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত ব্রিটেনের সরকার প্রধানের সাথে বাংলাদেশের সরকার প্রধানের সাদৃশ্য দেখাও।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্র প্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্র প্রধানের পদমর্যাদাগত পার্থক্য নির্ণয় কর।
      Please wait...
  • (৬)

    স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে 'X' প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি। 'X' স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হাসপাতাল, স্বাস্থ্য ক্লিনিক ও ঘরবাড়ি নির্মাণের অনুমতি দিয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিগণ ও জনগণের সক্রিয় ভূমিকায় 'X' প্রতিষ্ঠানের কার্যক্রম সাধিত হয়।

    • (ক) পৌরসভার প্রধানকে কি বলা হয়?
      Please wait...
    • (খ) স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে 'X' কোন স্থানীয় স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান? উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা কর।
      Please wait...
    • (ঘ) 'X' প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করার ক্ষেত্রে জনগণের ভূমিকা ব্যাখ্যা কর।
      Please wait...
  • (৭)

    ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

    • (ক) ১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন?
      Please wait...
    • (খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে কোন নির্বাচনের ইঙ্গিত রয়েছে? উক্ত নির্বাচনের প্রেক্ষাপট বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত নির্বাচনে কোন জোট জয়লাভ করে এবং তাদের বিজয়ের কারণসমূহ আলোচনা কর।
      Please wait...
  • (৮)

    মিঃ "Y" একজন সিনিয়র আইনজীবী। তিনি যে কোনো আদালতে বক্তব্য পেশ করতে পারেন। সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত দেন। তার কর্মকাণ্ডের উপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তবে অসদাচরণের কারণে তাকে অপসারণ করা যায়।

    • (ক) বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
      Please wait...
    • (খ) সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) মিঃ 'Y' কোন ধরনের সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন? তার ক্ষমতা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) আইনের শাসন প্রতিষ্ঠায় মিঃ 'Y' এর ভূমিকা আলোচনা কর।
      Please wait...
  • (৯)

    নির্বাচন প্রতিনিধি বাছাইয়ের উত্তম পন্থা। বাংলাদেশে নিয়মিত স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ভিন্ন। স্থানীয় ও জাতীয় নির্বাচনসমূহে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়।

    • (ক) দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
      Please wait...
    • (খ) নির্বাচকমণ্ডলী বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
      Please wait...
    • (ঘ) বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা আলোচনা কর।
      Please wait...
  • (১০)

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র ইউরোপ অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে অভিন্ন বাজার ব্যবস্থা ও মুদ্রা প্রতিষ্ঠাসহ আরো কিছু উদ্দেশ্যে ইউরোপের অধিকাংশ দেশের সমন্বয়ে গঠিত হয় একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এ জোট বাংলাদেশি পণ্যের বড় বাজার। এ ছাড়াও এ জোটের সাথে বাংলাদেশের রয়েছে বহুবিধ সম্পর্ক।

    • (ক) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
      Please wait...
    • (খ) জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে যে অর্থনৈতিক ও রাজনৈতিক জোটের কথা বলা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত জোটের সাথে বাংলাদেশের সম্পর্ক আলোচনা কর।
      Please wait...
  • (১১)

    জনি, রনির বড় ভাই। রনি ২০১৬ সালের প্রাথমিক পরীক্ষায় বৃত্তি পেয়েছে। অন্যদিকে জনি কথা বলতে পারে না। তাই স্থানীয় স্কুলে তাকে ভর্তি করানো যায়নি। তার সমবয়সীরা তাকে খেলায় নিতে চায় না। এ কারণে জনি ও তার বাবা মায়ের মন খারাপ থাকে। জনির সাথে রনির খুব বন্ধুত্ব। জনি সুন্দর ছবি আঁকতে পারে। তার বাবা তার জন্য রং ও ছবি আঁকার বই কিনে দিয়েছে। জনি এখন ছবি আঁকা নিয়ে ব্যস্ত ।

    • (ক) C.F.C. (সি. এফ. সি) কি?
      Please wait...
    • (খ) খাদ্যে ভেজাল বলতে কি বুঝ?
      Please wait...
    • (গ) জনির প্রতিবন্ধীজনিত সমস্যাটি ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) জনির সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সহায়তা করার জন্য কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন তা আলোচনা কর।
      Please wait...

Promotion