খ্রীষ্টধর্মের বিশেষ শব্দসমূহের বানানগুলোর একটি তালিকা এবং তার ভিন্ন ও একটু বদলে যাওয়া রূপগুলো নিচে দেখতে পারো। এই তালিকাটি একটু ধারণা দেওয়ার জন্যে রাখা হলো, এর বাইরেও কিন্তু এরকম খ্রীষ্টধর্মের অনেক বিশেষ শব্দ তুমি দেখতে পাবে।
এই বইয়ে ব্যবহৃত বানান/শব্দ | বাংলা একাডেমি প্রস্তাবিত এবং অন্যান্য রূপ | ইংরেজি শব্দ ও তার উচ্চারণ |
খ্রীষ্ট | খ্রিস্ট/খ্রীস্ট/খ্রিষ্ট | Christ (ক্রাইস্ট/ক্রাইস্ ট্) |
যীশু | যিশু | Jesus (জীজাস্/জীসাস) |
খ্রীষ্টধর্ম | খ্রিস্টধর্ম/খ্রীস্টধর্ম/খ্রিষ্ঠধর্ম | Christianity (ক্রিসটিঅ্যানাটি/ ক্রিসচিয়ানিটি) |
খ্রীষ্টান | খ্রিস্টান/খ্রীস্টান/খ্রিষ্টান/খ্রিস্তান/খ্রীশ্চান | Christian (ক্রিস্ চান/ক্রিশ্চিয়ান/ক্রিস্ টিয়ান) |
অব্রাহাম | আব্রাহাম/ইব্রাহিম/ইব্রাহীম | Abraham (এইব্রাহ্যাম্/এইব্রাহাম্) |
ইব্রীয় | হিরু | Hebrew (হীব্র) |
গাব্রিয়েল | গ্যাব্রিয়েল/জিবরাঈল/জিব্রাঈল/জিব্রাইল | Gabriel (গ্যাব্রিয়েল) |
থোমা | থমাস/টমাস/ঠমাস | Thomas (ঠমাস্/থমাস) |
দায়দ | দাউদ/ডেইভিড/ডেভিড/দাবিদ | David (ডেইভিড়) |
নাসরত | নাসরৎ/নাজারেখ/নাজারথ | Nazareth (নাজারেথ্/নাজারথ্) |
মথি | ম্যাথিউ | Matthew (ম্যাথিউ/মাথেয়) |
মরিয়ম (মারীয়া) | মেরি/মারিয়া | Mary (ম্যারি) |
যদন নদী | জর্দান নদী/ জর্ডান নদী | Jordan River (যর্ডান রিভার) |
যিরূশালেম | জেরুসালেম/জেরুজালেম | Jerusalem (জেরুসালেম্/যেরূশালেম) |
যিহুদী | ইহুদি/ইহুদী | Jew (যু/জু) |
যোষেফ | যোসেফ | Joseph (জোযেফ/জোসেফ) |
যোহন | জন | John (জন) |
লুক | লুক | Luke (লুক) |
শমরীয় | সামারিটান/সাম্যারিটান্ | Samaritan (সামারিটান/সাম্যারিটান) |
শিমোন-পিতর | সাইমন পিটার | Simon Peter (সাইমন পিটার) |