চিত্র সহ বিভিন্ন টুলস এর ব্যবহার বর্ণনা করা হল

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

সাধারণ টুলস (Common Tools)

হ্যামার ( Hammer): বিভিন্ন বস্তুর উপর আঘাত করতে হ্যামার ব্যবহার করা হয়। হ্যামার বিভিন্ন ধরনের ও সাইজের হয়ে থাকে। নিচে কিছু হ্যামারের নাম ও ব্যবহার দেয়া হল-

বলপিন হ্যামার (Ballpin Hammer) 

এটি বহুল ব্যবহৃত একটি হ্যান্ড টুলস। চিলে ও পাঞ্চের উপর আঘাত করতে বলপিন হ্যামার ব্যবহার করা হয়। এটি দিয়ে মেটালিক পদার্থকে পিটিয়ে বাড়ানো যায় ও বিভিন্ন আকারে ভাঁজ করা যার। তাছাড়া রিভেট বসানোর কাজেও ব্যবহার করা হরে থাকে।

ক্ল হ্যামার  (Clow Hammer) 

এর মাথা সমান এবং অগ্রভাগ কাকের পায়ের মত চেরা বিধায়, এর সাহায্যে খুব সহজেই তারকাটা উঠানো যায়। 

বিশেষ করে কাঠ মিস্ত্রিরা এই হ্যামার ব্যবহার করে থাকে।

ম্যালেট বা সফট হ্যামার ( Mallet Hammer ) 

কাঠ, প্লাস্টিক, কপার লীড, অ্যালুমিনিয়াম, রাবার, চামড়া এবং ব্রাশ দিয়ে তৈরি করা হয়। যেখানে মেটালিক হ্যামার ব্যবহার করলে ক্ষতি হতে পারে, সেখানে এই হ্যামার ব্যবহার করা হয়ে থাকে।

চিপিং হ্যামার (Chipping Hammer) 

ওয়েল্ডিং স্লাগ, মরিচা পরিষ্কার করতে এই হ্যামার ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে ওয়েল্ডিং শপে এই হ্যামার বেশি ব্যবহার করা হয়ে থাকে।

স্লেজ বা ভারী হ্যামার (Slage Hammer) 

রড কাটা, দেয়াল ভাঙ্গার কাজে এই হ্যামার ব্যবহার করা হয়।

ক্রস পিন হ্যামার (Cross Pin Hammer)

ইট কাটা ও ভালার জন্য ক্রস পিন হ্যামার ব্যবহার করা হয়। বিশেষ করে রাজ মিস্ত্রিরা এই হ্যামার বেশি ব্যবহার করে থাকে।

 

ফাইল (File) 

ফাইল একটি ইঞ্জিনিয়ারিং হ্যান্ড টুলস। এটি কার্বন স্টীল দিয়ে তৈরি করা হয়ে থাকে। ধাতব বস্তুর তল/পিটকে ঘষে ক্ষয় ও মসৃণ করতে ফাইল ব্যবহার করা হয়। নিচে বিভিন্ন প্রকার ফাইলের নাম ও ব্যবহার দেয়া হল -

 

পাঞ্চ (Panch) 

শীট, প্লেট ইত্যাদির উপর মার্কিং বা চিহ্ন দিতে পাঞ্চ ব্যবহার করা হয়। নিচে বিভিন্ন প্রকার পাঞ্চ এর নাম ও ব্যবহার দেয়া হল-

 

স্ক্রু-ড্রাইভার (Screw Driver)

ইঞ্জিনিয়ারিং কাজের জন্য গুরুত্বপূর্ণ একটি হ্যান্ড টুলস স্ক্রু-ড্রাইভার। এটি বিভিন্ন ধরনের জু খোলা ও আটকানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরণের ও সাইজের স্ক্রু-ড্রাইভার আছে যেমন ফ্লাট স্ক্রু- ড্রাইভার, স্টার স্ক্রু-ড্রাইভার, কানেটিং স্ক্রু-ড্রাইভার ইত্যাদি। এর মাপ সাধারণত ইঞ্চি হিসেবে হয়ে থাকে। নিচে কিছু স্ক্রু-ড্রাইভারের নাম ও ব্যবহার দেয়া হল -

ফিলিপস বা স্টার স্ক্রু-ড্রাইভার (Philips / Star Screw Driver) 

স্টার আকৃতির স্ক্রু খোলা ও আটকানোর কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে।

ফ্লাট স্ক্রু-ড্রাইভার (Flat Screw Driver) 

ফ্লাট আকৃতির স্ক্রু খোলা ও আটকানোর কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে

 

রেঞ্চ (Wrench) 

বিভিন্ন প্রকার নাট-বোল্ট, পাইপ ইত্যাদি খুলতে ও আটকাতে রেঞ্চ ব্যবহার করা হয়। এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। এর মাপ সাধারণত ইঞ্চিতে হয়ে থাকে। নিচে বিভিন্ন প্রকার রেফের নাম ও ব্যবহার দেয়া হল-

স্লাইড বা এ্যাডজাস্টেবল রেঞ্চ   (Slide Wrench) 

বিভিন্ন সাইজের নাট বোল্টের মাথায় সহজে এ্যাডজাস্ট করে খুলতে ও আটকাতে স্লাইড বা এ্যাডজাস্টেবল রেঞ্চ ব্যবহার করা হয়।

ওপেন এন্ডেড রেঞ্চ (Open Ended Wrench) 

বিভিন্ন সাইজের নাট-বোল্ট আটকানো ও খোলার কাজে এটি ব্যবহার করা হয়।

পাইপ রেঞ্চ (Pipe Wrench) 

এটি দিয়ে পাইপ ধরা, খোলা ও আটকানোর কাজে ব্যবহার করা হয়।

চেইন রেঞ্চ  (Chain Wrench) 

পাইপ ফিটিং এর কাজে পাইপকে শক্ত করে ধরে ঘোরানোর কাজে ব্যবহার করা হয়।

র‍্যাচেট রেঞ্চ (Rachet Wrench) 

ডিসচার্জ ও সাকশন ভাষের পোর্ট খোলা ও বন্ধ করার কাজে ব্যবহার করা হয়।

 

ভাইস (Vice) 

কোন বস্তুকে শক্ত করে আটকে/ধরে রাখার জন্য ভাইজ ব্যবহার করা হয়। ভাইজ বিভিন্ন ধরনের ও সাইজের হরে থাকে। এর মাপ সাধারণত ইঙ্গিত হয়ে থাকে। নিচে বিভিন্ন প্রকার ভাইজের নাম ও ব্যবহার দেয়া হল- 

গ্রীপ ভাইস প্লারার্স (Grip Vice Piler) 

কোন কিছুকে শক্ত করে ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে।

 

পুলি পুলার (Pulley Puller ) 

কোন মেশিন অথবা ইঞ্জিনের বিয়ারিং ও গুলি খোলার জন্য পুলি পুলার ব্যবহার করা হয়ে থাকে।

অয়েল ক্যান (Oil Cane) 

কপার শীট অথবা জি, আই শীট দিয়ে অয়েল ক্যান তৈরি করা হয়। ধাতব পদার্থের তৈরি মেশিনের ঘূর্নায়মান স্থানে অথবা ঘর্ষনযুক্ত স্থানে তেল দেয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

স্পার্ক লাইটার (Spark Lighter) 

প্যাস ওয়েন্ডিং করার সময় ওয়েন্ডিং টর্চের মাথার আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে।

 

 

Content added By
Promotion