শিক্ষা হল ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বহিঃপ্রকাশ বা বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education এসেছে ল্যাটিন শব্দ Educare থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
জেনে নিই
প্রতিষ্ঠান | সাল | বিবরণ |
---|---|---|
রাজশাহী কলেজিয়েট স্কুল | ১৮২৮ |
|
ঢাকা কলেজিয়েট স্কুল | ১৮৩৫ | ঢাকা শহরে স্থাপিত প্রথম বিদ্যালয়। |
ঢাকা কলেজ | ১৮৪১ | উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান |
বেথুন কলেজ, কলকাতা | ১৮৪৯ | বাংলার ইতিহাসে প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান |
ইডেন মহিলা কলেজ | ১৮৭৩ | পূর্ব বাংলার প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান। |
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | ১৯৩৮ | দেশের প্রথম কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। |
শাবিপ্রবি, সিলেট | ১৯৮১ | দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । |
দেশের প্রথম শিক্ষা কমিশন: কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন (১৯৭৪)
সর্বশেষ ৩য় শিক্ষা কমিশন ২০০৯
১৯৭৪ সালের কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট এবং ১৯৯৭ সালের শামসুল হক শিক্ষা কমিশন রিপে আলোকে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই কমিটির সুপারিশেই ২০১০ সালের শিক্ষানীতি প্রণীত হয়।
প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়
১ জানুয়ারি, ১৯৯০
১ জানুয়ারি, ১৯৯১
১ জানুয়ারি, ১৯৯২
১ জানুয়ারি, ১৯৯৩
মন্ত্রণালয় | সাল |
---|---|
শিক্ষা, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় | ১৯৭২ |
শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় | ১৯৭৪ |
শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় | ১৯৮৪ |
শিক্ষা মন্ত্রণালয় | ১৯৯৩ |
শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়
বিষয় | সংখ্যা |
---|---|
অনুষদ | ০৩ টি |
বিভাগ | ১২ টি |
হল | ০৩টি |
শিক্ষার্থী | ৮৭৭ জন |
শিক্ষক | ১২ জন |
আয়তন | ৬০০ একর |
জেনে নিই
যে ব্যক্তি প্রথম: ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম | ব্যক্তি |
---|---|
আচার্য | লরেনস ডানডাস |
মুসলিম উপাচার্য | স্যার এ এফ রহমান |
বাঙ্গালী উপাচার্য | স্যার এ.এফ রহমান |
পি এইচ ডি | জি. সি আই |
নারী ডক্টরেড ডিগ্রি | ড. নীলিমা ইব্রাহীম |
উপাচার্য | পি জে হার্টগ |
প্রথম মুসলিম ছাত্রী | ফজিলাতুন্নেছা জোহা (গণিত) |
ছাত্র থেকে উপাচার্য | মোয়াজ্জেম হোসেন(১৯৫২) |
প্রথম শিক্ষিকা | করুণা কুনা গুপ্তা |
প্রথম ছাত্রী | লীলা নাগ (ইংরেজি) |
৫৮
২৪ টি
৩৪ টি
৫০ টি
১০২ টি
১০৫ টি
১০৭ টি
১১৩ টি
ভাইসরয় লর্ড হার্ডিকে নাথান কমিশন করতে অনুরোধ করেন- নবাব খাজা সলিমুল্লাহ, শেরে বাংলা এ.কে ফজলুল হক, নওয়াব আলী চৌধুরী ও খান বাহাদুর চৌধুরী ও কাজিমুদ্দীন আহমেদ।
জেনে নিই