বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল কাজের জন্য যে সকল বস্ত্র বা মালামাল প্রয়োজন হয় তাকে Electrical Accessories বলে। যেমন- সুইচ, সকেট, হোল্ডার, ফিউজ, সার্কিট ব্রেকার, ব্যাটেন, চ্যানেল, রাওয়াল প্লাগ, লিংক ক্লিপ, সিলিং রোজ, কড়ুইট, শ্যাডেল, সার্কুলার বক্স ইত্যাদি।
অনুসন্ধানমূলক কাজ
তোমার এলাকা অথবা বিদ্যালয়ের আশে পাশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এর ওয়ার্কশপ থেকে নিচে উল্লেখিত কম্পোনেন্টের লোকাল/আঞ্চলিক নাম এবং সঠিক নাম জেনে সঠিক নাম ও কাজ নিচের তালিকায় লেখ ।
আরও দেখুন...