পাইপ সাধারণত লম্বা টুকরা আকারে থাকে বলে একে খাড়াভাবে ভাইসে আটকানোবায় না। পাইপকে তাই পাইল তাইলে আটকানোর সময় ভূমির সমান্তরালে আটকাতে হয়। ভাষাড়া পাইপের ব্যাসের উপর ভিত্তি করে গ্রেফ কাটার তাই নির্বাচন করতে হয় । ভাই স্টকে নির্বাচিত ভাইকে স্থাপন করে সেট-ক্রুর সাহায্যে ভাইয়ের ছিদ্রপথ পাইপের মাথায় ঢোকায় উপযোগী করে সেট করতে হয়। পাইপের যে প্রান্তে গ্রেড কাটা হবে সেই প্রান্ত প্রথমে প্রাইভিং করে অথবা কাইলে ঘৰে কিছুটা সরু বা ট্যাপার করে নিতে হয়।
এখন পাইপের মাথার ফাস্টসহ ভাই এমনভাবে প্রবেশ করাতে হর বেন পাইপের সাথে লম্বভাবে থাকে। ভাইকের হাতল দুই হাতে ধরে সামনের দিকে চাপসহ ডান দিকে (রাইট হ্যান্ড গ্রেডের জন্য) ঘুরিয়ে প্যাঁচ কাটা শুরু করতে হয়। গ্রেড কাটার সময় ভাই ও ব্রেডের সংযোগ স্থলে কাটিং ফ্লুইড প্রয়োগ করতে হয়। গ্রেড কাটার মাঝে মাঝে ভাই উল্টা দিকে আর প্যাচ ঘুরিয়ে ফাঁটা বা কণা (মেটাল চিপস্) বের করে দিতে হয়। নির্দিষ্ট অংশে প্যাঁচ কাটা হলে উল্টা দিকে ঘুরিয়ে পাইপের মাথা থেকে ডাই বের করে আনতে হয়। তারপর সেট-কু ঘুরিয়ে ভাইয়ের ব্যাস একটু কমিয়ে পুনরায় পাইপে প্রোডকাটতে হয়। এভাবে কয়েক বার প্যাঁচ কেটে নির্দিষ্ট মাপে গ্রেড কাটা সম্পন্ন করতে হয়। সব শেষে গ্রেড-পিচ গেজের সাহায্যে অথবা ভাই নাট দিয়ে গ্রেডের মাগ পরীক্ষা করতে হয়।
আরও দেখুন...