CIB-এর ধারণা

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস-২ - ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক | NCTB BOOK
10.1k
Summary

CIB এর পূর্ণরূপ হচ্ছে Credit Information Bureau। এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত একটি নীতিমালা যা গ্রাহকের ঋণ ইতিহাস পর্যালোচনা করতে ব্যবহৃত হয়।

  • গ্রাহক পূর্বে কোন ঋণ নিয়েছিল কি না তা দেখা হয়।
  • ঋণের কিস্তি বা পুরো ঋণ সময়মত পরিশোধ হয়েছে কি না তাও যাচাই করা হয়।
  • এই প্রক্রিয়া খেলাপী ঋণের পরিমাণ হ্রাস করে।

গ্রাহক নতুন ঋণের জন্য আবেদন করতে চাইলে CIB-এর ওয়েবসাইটে তথ্যাবলি পূরণ করে রিপোর্ট সংগ্রহ করতে পারে।

বাংলাদেশ ব্যাংক ১৯৯২ সালের ১৮ আগস্ট CIB সিস্টেম চালু করে এবং ২০১১ সালের ১৯ জুলাই থেকে অনলাইনে এটি কার্যক্রম শুরু করে।

  CIB-এর পূর্ণরূপ Credit Information Bureau। CIB হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত একটি নীতিমালা যার মাধ্যমে কোনো গ্রাহকের ঋণ গ্রহণের সময় ঐ গ্রাহক পূর্বে কোনো ঋণ নিয়েছিল কি না তা দেখা হয়। ঋণ নিয়ে থাকলে সময়মতো ঋণের কিস্তি বা পুরো ঋণ পরিশোধ করেছে/করছে কি না তাও দেখা হয়। যাতে ঋণখেলাপী না হয় এবং ঋণের প্রবাহ যথাযথ থাকে। এতে দেশে খেলাপী ঋণের পরিমাণ হ্রাস পায়। কোনো গ্রাহক নতুন কোনো ঋণ নিতে চাইলে ঋণের আবেদনের তথ্যাবলি CIB-এর ওয়েবসাইটে ঢুকে পূরণ করলে CIB সংক্রান্ত রিপোর্ট পাওয়া যায়। অর্থাৎ কোনো ব্যক্তি বা একমালিকানা ব্যবসায়, বা অংশীদারি ব্যবসায় অথবা কোম্পানির বেলায় ঋণ সম্পর্কিত রিপোর্ট পাওয়া যায়। তখনই ঋণদাতা প্রতিষ্ঠান খুব সহজে সিদ্ধান্ত নিতে পারে যে, ঋণগ্রহীতার আবেদনটি অনুমোদন করা হবে, নাকি বাতিল করা হবে। খেলাপি ঋণ কমানোর উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ১৯৯২ সালের ১৮ আগস্ট CIB সিস্টেম চালু করে। ২০১১ সালের ১৯ জুলাই থেকে এটি অনলাইনে কার্যক্রম শুরু করে।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...