SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Academy

মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ --

Created: 6 years ago | Updated: 4 months ago
  • রাষ্ট্রীয় নামঃ The People's Republic of China
  • রাজধানীঃ বেইজিং
  • ভাষাঃ মান্দারিন
  • মুদ্রাঃ ইউয়ান

মৌলিক তথ্য

১৯১১ সালের ১০ অক্টোবর জিনহাই বিপ্লব (Xinhai Revolution) এর মাধ্যমে কিং রাজবংশ (King Dynasty) কে উৎখাত করে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ড. সান ইয়াৎ সেন। তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক চীনের জনক। তবে গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং (১৯৪৯ সালে)। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম এ দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বর্তমানে প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে আছে টান। সামরিক ও অর্থনৈতিক বিচারে পৃথিবীতে দ্বিতীয় শক্তিশালী দেশ। ওয়ান বেল্ট ওয়ান রোড চীনের আলোচিত মেগাপ্রকল্প।

জেনে নিই

  • চীনের (ক্যাথে) প্রথম রাজবংশের নাম- শিয়া রাজবংশ, চীনের রাজাদের বলা হত- Son of God
  • চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়- ১৯১২ সালে। চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন- সান ইয়াৎ সেন ।
  • চীনের প্রজাতন্ত্রী বিপ্লব সংগঠিত হয়- ১ অক্টোবর ১৯৪৯ সালে। গণ চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং।
  • বর্তমান ক্ষমতাসীন 'চীনা কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতগ্রহণ করে- ১৯৪৯ সালে
  • বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম- চীনা কমিউনিস্ট পার্টি ।
  • চীনে ‘সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।
  • হংকং ও চীনের 'এক দেশ দুই নীতি' চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।
  • চীনে ভোট দেওয়া ও সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক।
  • ব্রিটেন হংকংকে ১৫৬ বছর পর চীনের কাছে হস্তান্তর করে - ১৯৯৭ সালে।
  • পর্তুগাল ম্যাকাওকে ৪৪২ বছর পর চীনের কাছে হস্তান্তর করে- ১৯৯৯ সালে।
  • এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ- ম্যাকাও দ্বীপ।
  • চীন বিশ্বের বৈদেশিক নৌ-ঘাঁটি স্থাপন করে- আফ্রিকার দেশ জিবুতিতে।
  • চীন লিজ নিয়েছে ৯৯ বছরের জন্য- শ্রীলংকার ভারত মহাসাগরের হাম্বানটোটা বন্দরটি।
  • দটি দেশের মধ্যে আফিম যুদ্ধ (১৮৩৯-৪২/১৮৫৬-৬০) সংঘটিত হয়েছিল- চীন ও ইংল্যান্ড।
  • ডোকলাম ভূখণ্ডটি মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ড- চীন ও ভুটান।
  • ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল- ১৯৬২ সালে।

Content added By

Related Question

View More

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.