Academy

নিচের ছকটি পর্যবেক্ষণ করে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও :

                                                                                      'ক' দেশের সরকারব্যবস্থা

১। সকল শাসনতান্ত্রিক ক্ষমতার অধিকারী
২। দেশ পরিচালনার নির্দেশনা প্রদান
৩ । বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষমতা বণ্টন
 
১। X ইউনিটের এজেন্ট হিসেবে কাজ করে
২। নির্দেশিত কাজ বাস্তবায়ন করে
৩। X ইউনিটের নিয়ন্ত্রণে থাকে ।

          X- ইউনিট                                                                                                                                   Y - ইউনিট
 

 


 

উক্ত সরকার ব্যবস্থায়-

i. ‘Y’ ইউনিটটি আঞ্চলিক সরকার হিসেবে কাজ করেছে ।
ii. ‘X’ ইউনিটটি ‘Y’ ইউনিটের ক্ষমতা ফিরিয়ে নিতে পারে ।
iii. ‘X’ ইউনিটটি 'ক' রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস ।

নিচের কোনটি সঠিক ?

Created: 1 year ago | Updated: 1 year ago

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা গড়ে উঠেছে । এ অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারপদ্ধতি সম্পর্কে জানব ।
এ অধ্যায় পড়া শেষে আমরা -
• বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারব্যবস্থা বর্ণনা করতে পারব
• বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
• গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয় করতে পারব • গণতান্ত্রিক আচরণ শিখব ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব ।

Related Question

View More

Promotion