সদ্যঘােষিত ‘আউকুস’ চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় (The country not included in the recently announced ‘AUKUS pact is) –

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
চুক্তির নামচুক্তি সম্পাদনের তারিখচুক্তিকারি দেশ
বন্ধুত্ব সহযোগিতা ও শান্তিবিষয়ক চুক্তি১৯ মার্চ ১৯৭২বাংলাদেশ - ভারত
১ম বাণিজ্য চুক্তি২৮ মার্চ ১৯৭২বাংলাদেশ-ভারত
অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল১১ নভেম্বর ১৯৭২বাংলাদেশ- ভারত
সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি৩০ ডিসেম্বর ১৯৭২বাংলাদেশ-ভারত
স্থল সীমান্ত চুক্তি১৬ মে ১৯৭৪বাংলাদেশ-ভারত
বিমান পরিবহন চুক্তি৪ মে ১৯৭৮বাংলাদেশ ভারত
যৌথ অর্থনৈতিক কমিশন চুক্তি৭ অক্টোবর ১৯৮২বাংলাদেশ- ভারত
দ্বৈত কর পরিহার চুক্তি২৭ আগস্ট ১৯৯১বাংলাদেশ - ভারত
গঙ্গার পানিবণ্টন চুক্তি১২ ডিসেম্বর ১৯৯৬বাংলাদেশ - ভারত
মোটরযান যাত্রী পরিবহন চুক্তি১৭ জুন ১৯৯৯বাংলাদেশ- ভারত
ঢাকা-কলকাতা বাস সার্ভিস প্রটোকল১৭ জুন ১৯৯৯বাংলাদেশ - ভারত
মধ্যে ট্রেন চলাচল চুক্তি৪ জুলাই ২০০০বাংলাদেশ- ভারত
সংশোধিত ভ্রমণ ব্যবস্থা বিষয়ে চুক্তি২৩ মে ২০০১বাংলাদেশ - ভারত
যাত্রীবাহী রেল সার্ভিস চুক্তি১২ জুলাই ২০০১বাংলাদেশ - ভারত
ঢাকা-আগরতলা বাস সার্ভিসের প্রটোকল১০ জুলাই ২০০১বাংলাদেশ- ভারত
মাদকদ্রব্য দ্রব্যের অবৈধ পাচার রোধ চুক্তি২১ মার্চ ২০০৬বাংলাদেশ - ভারত
বিএসটিআই ও বিআইএসের মধ্যে সমঝোতা স্মারক৬ জুন ২০০৭বাংলাদেশ - ভারত
বেসামরিক বিমান পরিবহন বিষয়ক সমঝোতা স্মারক১৩ ফেব্রুয়ারি ২০০৮বাংলাদেশ- ভারত
দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি৯ ফেব্রুয়ারি ২০০৯বাংলাদেশ ভারত
অপরাধ বিষয়ে পরস্পরকে আইনি সহায়তা প্রদানের চুক্তি১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ- ভারত
সাজাপ্রাপ্ত বন্দিবিনিময় চুক্তি১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ - ভারত
বিদ্যুৎ খাতে সহযোগিতার সমঝোতা স্মারক১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ ভারত
সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি১১ জানুয়ারি ২০১০বাংলাদেশ - ভারত
১০০ কোটি ডলার ঋণচুক্তি৭ আগস্ট ২০১০বাংলাদেশ ভারত
সীমান্ত হাট চুক্তি২৩ অক্টোবর ২০১০বাংলাদেশ ভারত
পার্বত্য শান্তি চুক্তি২ ডিসেম্বর ১৯৯৭বাংলাদেশ জনসংহতি সমিতির
স্থলমাইন চুক্তি১২ নভেম্বর ১৯৯৮বাংলাদেশ-মায়ানমার
বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি৩০ আগষ্ট ২০০০বাংলাদেশ-সিংগাপুর
আসামি প্রত্যার্পণ চুক্তি৯ জুলাই ১৯৯৮বাংলাদেশ-থাইল্যান্ড
ত্রিদেশীয় দিল্লী চুক্তি১৯৭৪ র ৯ এপ্রিলবাংলাদেশ, ভারত এবং পাকিস্তান
সিমলা শান্তি চুক্তি২ জুলাই ১৯৭১ভারত পাকিস্তান
রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র চুক্তি২ ফেব্রুয়ারি ২০১১বাংলাদেশ রাশিয়া
রূপপুরের স্পেষ্ট ফুয়েল চুক্তি৩১ আগস্ট ২০১৭বাংলাদেশ - রাশিয়া
বাংলাদেশ-রাশিয়া ঋণ চুক্তি২৬ জুলাই ২০১৬বাংলাদেশ - রাশিয়া
আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি০১ মার্চ ২০১৭বাংলাদেশ - রাশিয়া

দেশের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে হয়। যে চুক্তি অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এমন কিছু চুক্তি নিয়ে প্রশ্ন হতে পারে সাধারণ জ্ঞান অংশে।

১. প্রশ্ন : গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬।

২. প্রশ্ন : কত বছরের জন্য গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ৩০ বছরের জন্য।

৩. প্রশ্ন : কোন দেশের সঙ্গে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ভারতের সঙ্গে।

৪. প্রশ্ন : গঙ্গা পানি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উত্তর : বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া।

৫. প্রশ্ন : পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ০২ ডিসেম্বর ১৯৯৭।

৬. প্রশ্ন : পার্বত্য শান্তি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উত্তর : বাংলাদেশের পক্ষে আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের পক্ষে সন্তু লারমা।

৭. প্রশ্ন : কোথায় বসে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে।

৮. প্রশ্ন : শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় কবে?
উত্তর : ০৫ মার্চ ১৯৯৮।

৯. প্রশ্ন : শান্তি বাহিনী প্রথম কবে অস্ত্র সমর্পণ করে?
উত্তর : ১০ জানুয়ারি ১৯৯৮।

১০. প্রশ্ন : পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর : ২২ জন।

১১. প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদমর্যাদা কী?
উত্তর : একজন প্রতিমন্ত্রীর সমান।

১২. প্রশ্ন : বাংলাদেশ-মায়ানমার স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ১২ নভেম্বর ১৯৯৮।

১৩. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৪ জুলাই ২০০০।

১৪. প্রশ্ন : বাংলাদেশ-থাইল্যান্ড আসামি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৯ জুলাই ১৯৯৮।

১৫. প্রশ্ন : ফারাক্কা বাঁধ চালু হয়–
উত্তর : ১৯৭৫ সালে।

১৬. প্রশ্ন : জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয়?
উত্তর : ৩১তম অধিবেশনে।

১৭. প্রশ্ন : বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৩০ আগস্ট ২০০০।

১৮. প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় কবে?
উত্তর : ১৯ মার্চ ১৯৭২।

১৯. প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় কত বছরের জন্য?
উত্তর : ২৫ বছরের জন্য।

২০. প্রশ্ন : বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে কবে?
উত্তর : ৮ মে ১৯৯৯।

Content added By
Content updated By
Promotion