উরিয়ের স্ত্রীর নাম কী ছিল?
ক) পবিত্র বাইবেলে ___ জন প্রবক্তার নামে গ্রন্থ আছে।
খ) ঈশ্বর হলেন ন্যায়ের ও ___ ঈশ্বর।
গ) প্রবক্তা মানুষের ইতিহাসে ঈশ্বরের ___ কথা প্রচার করেন।
ঘ) প্রবক্তা ঈশ্বরের সঙ্গে ___ মাধ্যমেই তাঁর যাত্রা শুরু করেন ।
ঙ) ঈশ্বর প্রবক্তা ___ দাউদের কাছে পাঠালেন।
ক) বাইবেলে চারজন মুখ্য প্রবক্তা এবং | ক) মন পরিবর্তন করেছিলেন। |
খ) বিভিন্ন প্রবক্তার মতো নাথানও একজন | খ) সেই লোক তো আপনি নিজেই। |
গ) প্রবক্তার তিরস্কারে রাজা দাউদ | গ) বারোজন হলেন গীণ প্রবক্তা। |
ঘ) নাথান তখন দাউদকে বললেন | ঘ) তা মানুষের কাছে সহজ ভাষায় প্রকাশ করেন। |
ঙ) প্রবক্তা ঈশ্বর সম্বন্ধে যা উপলব্ধি করেন | ঙ) অনুপ্রেরণা যোগাতে সক্ষম হন। |
চ) ঈশ্বরপ্রেরিত প্রবক্তা । |
ক। সেনাপতি কার হুকুম পালন করেছিলেন?
খ। ঈশ্বর কার উপর অসন্তুষ্ট হলেন?
গ। প্রবক্তা নাথান কিসের মাধ্যমে রাজা দাউদকে সতর্ক করেছিলেন ?
ঘ। রাজা দাউদ তাঁর অন্যায়ের জন্য কী শাস্তি পেয়েছিলেন?
ক। বারোজন গৌণ প্রবক্তার নাম লেখ ।
খ। প্রবক্তা নাথান কীভাবে রাজা দাউদকে সতর্ক করেছিলেন?