মি. এরিকার ব্যাংকে যথেষ্ট পরিমান টাকা জমা আছে। কিন্তু বন্ধের দিন হওয়ায় সে টাকা উত্তোলন করতে পারছেন না। এরিকারের বন্ধু আরিকার সাথে আলোচনা করলে সে একটি প্লাস্টিকের কার্ড ব্যবহার করে একটি ব্যাংকের বুথ থেকে নিজের হিসাব থেকে জমাকৃত টাকা উত্তোলন করে এরিকাকে ধার দিলেন। এরিকা ভাবলেন এটি একটি অভিনব প্রযুক্তিগত পদ্ধতি যে আরিকা বন্ধের দিনসহ যেকোনো সময় টকা উত্তোলন করতে পারে।
উদ্দীপকে বর্ণিত কার্ড ব্যবহারের সুবিধা হলো—
i. নিরাপদ লেনদেন
ii. ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা
iii. যেকোনো স্থান থেকে টাকা উত্তোলন
নিচের কোনটি সঠিক?