সায়েম বাংলাদেশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। সে তার পিতার বংশ পরিচয়ে পরিচিত হয়। সাংঘা এক গারো পরিবারে জন্মগ্রহণ করে। সামাজিক প্রথা অনুযায়ী সাংমার বাবা বিয়ের পর থেকে মায়ের পরিবারে বসবাস করছেন।
সায়েম ও সাংমা যথাক্রমে কোন পরিবারে বাস করে?
i. পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক
ii. মাতৃতান্ত্রিক ও একক
iii. পিতৃতান্ত্রিক ও বহুপতি
নিচের কোনটি সঠিক?