জোতদার জাবেদের লোকজন একদিন ফাহিম মহাজনের ধান বোঝাই নৌকা ছিনিয়ে নিয়ে যায়। ফাহিম মহাজন ছিনিয়ে নেয়া নৌকা ফেরত চাইতে গেলে জাবেদের সাথে তার ভীষণ ঝগড়া বাঁধে। অবশেষে ফাহিম মহাজন জাবেদের বিরুদ্ধে মামলা করলে জাবেদ তার জোতদারি হারায়।
উদ্দীপকের জোতদার জাবেদের সাথে ভারতের ইতিহাসের কোন রাজার সাদৃশ্য রয়েছে?