নাজপুর গ্রামের সম্পদশালীর ছেলে মানিক সিগারেট ধরিয়ে রাস্তার পাশে বটের ছায়ায় বসে সেবন করে। অধুমপায়ী যুবক নাঈম তাকে বাধা দিতে গেলে উভয়ের মাঝে হাতা-হাতি শুরু হয়। জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম তাদের মাঝে সমঝোতা করিয়ে নিয়ে বলেন, “ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা ছেড়ে দেয়ার জন্য মানসিক সদিচ্ছাই যথেষ্ট।"
তোমার আব্দুর রহিমের কর্মকাতে কোন বিশেষ গুলটি ফুটে উঠেছে?