মা বলেছেন, তাই যেতেই হবে। যুবক রাতদুপুরে দামোদর নদীর পাড়ে উপস্থিত হলেন। বর্ষাকাল, নদী তাই প্রমত্তা! তীব্র জলস্রোত সগর্জনে বয়ে চলেছে। মুষলধার বর্ষায় চিৎকার বা ডাকাডাকি কোনোকিছুই শোনার উপায় নেই। নদীতে ঝাঁপিয়ে পড়লেন যুবক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ভাবগত মিল রয়েছে?