মা বলেছেন, তাই যেতেই হবে। যুবক রাতদুপুরে দামোদর নদীর পাড়ে উপস্থিত হলেন। বর্ষাকাল, নদী তাই প্রমত্তা! তীব্র জলস্রোত সগর্জনে বয়ে চলেছে। মুষলধার বর্ষায় চিৎকার বা ডাকাডাকি কোনোকিছুই শোনার উপায় নেই। নদীতে ঝাঁপিয়ে পড়লেন যুবক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উক্ত ভাবগত মিলটি হলো—
i. মাতৃস্নেহ
ii. পুত্রস্নেহ
iii. বাড়ির টান
নিচের কোনটি সঠিক?