প্রায় তিন বছর বাইরে কাটিয়ে শায়েরদের পরিবার আবার গ্রামে ফিরে এসেছে। পাঁচ বছর বয়সী শায়ের অবাক হয়ে তালপুকুর পাড়ের তালগাছটির দিকে তাকায়। তালগাছটিও যেন মমতাভরে তাকে দেখছে। এমান সময়ে কোত্থেকে যেন একসময়কার পোষা কুকুর এসে শায়েরের গা শুঁকতে শুরু করে।
উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ভাবগত মিল রয়েছে?