বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত হয় কোন টিস্যু ? 

Created: 1 year ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

আগের শ্রেণিতে তোমরা জীবকোষ সম্পর্কে ধারণা পেয়েছিলে। সেই সব ধারণার উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায়ে জীবকোষ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা একটি জীবকোষ আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা ঐ একই জীবকোষের গঠন কি এক রকম? এই অধ্যায়ে তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তরগুলোও খুঁজে পাবে।

 

  • উদ্ভিদ ও প্রাণিকোষের প্রধান অঙ্গাপুর কাজ ব্যাখ্যা করতে পারব।
  •  উদ্ভিদ ও প্রাণিকোষের তুলনা করতে পারব। 
  • স্নায়ু, পেশি, রন্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন প্রকার কোষের ভূমিকা বর্ণনা করতে পারব। 
  • জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারব। 
  • উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারব। প্রাণি টিস্যু ব্যাখ্যা করতে পারব। 
  • একই রকম কোষ সমষ্টির ও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারব। 
  • টিস্যু, অঙ্গ এবং অন্ত্রে কোষের সংগঠন ব্যাখ্যা করতে পারব। 
  • টিস্যুতন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারব। 
  • অল ও অল্পতন্ত্রের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। 
  • অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজ) ও প্রাণিকোষ (প্রোটোজোয়া) পর্যবেক্ষণ করে চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব। 
  • উদ্ভিদ ও প্রাণিটিস্যুর চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারব। 
  • সঠিকভাবে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারব। জীবের নানা কার্যক্রমে কোষের অবদান অনুধাবন করতে পারব।
Promotion