কবির রাজশাহীর একটি বিশেষ ব্যাংক থেকে তার কৃষি খামারের জন্য ঋণ গ্রহণ করেন। এতে তিনি আর্থিকভাবে যথেষ্ট উপকৃত হন। ওই অঞ্চলে এ ব্যাংকটি সেখানকার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। স্থানীয়ভাবে এ ব্যাংক সকলকে সহযোগিতা করে।
বিভিন্ন অঞ্চলে এই ধরনের ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়ে থাকে?
এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের গঠন, কর্মপরিধি, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখানে ব্যাংকিং ব্যবসার শ্রেণিবিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়েছে। তাছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়েছে। ব্যাংকিং ব্যবসায় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্রে এই অধ্যায়টি খুবই কার্যকর হবে।
এই অধ্যায় পাঠ শেষে আমরা-