নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মি. অরুণ প্লাস্টিক দিয়ে মগ, গামলা, বালতি, চেয়ার প্রভৃতি তৈরির কারখানা স্থাপন করলেন এবং এগুলো যাতে কেউ নকল করতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নিলেন।

মি. অরুণের উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণের প্রধান উদ্দেশ্য হলো—

i. অন্য কেউ যেন কোনো উপায়ে সুবিধা অর্জন করতে না পারে

ii. অন্য কেউ যেন কোনো উপায়ে বিক্রয় করতে না পারে

iii. নতুন উদ্ভাবিত পণ্য অন্য কেউ নকল করতে না পারে

নিচের কোনটি সঠিক?

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসায় করার অধিকার সকলের রয়েছে। তবে সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়। এ অধ্যায়ে ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক যেমন লাইসেন্স, ট্রেড মার্কস, ফ্রানসাইজ ইত্যাদি সম্পর্কে জানতে পারব।


এ অধ্যায় শেষে আমরা-

  • ব্যবসায়ের আইনগত দিকের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • লাইসেন্সের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারব।
  • ফ্রানসাইজের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারব ।
  • পেটেন্টের ধারণা, নিবন্ধনকরণ ও সুবিধাবলি বর্ণনা করতে পারব।
  • ট্রেড মার্কের ধারণা ও ধরন ব্যাখ্যা করতে পারব।
  • ট্রেড মার্ক নিবন্ধন করার পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারব
  • কপিরাইটের ধারণা ও নিবন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  • কপিরাইট নিবন্ধন করার সুবিধা বর্ণনা করতে পারব।
  • BSTI সম্পর্কে ব্যাখ্যা করতে পারব ।
  • বিমার ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • বিমার প্রকারভেদ ও বিমা করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
Content added || updated By
Promotion