জনাব রাকীব একজন আবিষ্কারক। তিনি তার মেধার বিকাশ ঘটিয়ে একটি পানিচালিত মোটরবাইক আবিষ্কার করেন। তার আবিষ্কারের জন্য কোনটি করা যেতে পারে?

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসায় করার অধিকার সকলের রয়েছে। তবে সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়। এ অধ্যায়ে ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক যেমন লাইসেন্স, ট্রেড মার্কস, ফ্রানসাইজ ইত্যাদি সম্পর্কে জানতে পারব।


এ অধ্যায় শেষে আমরা-

  • ব্যবসায়ের আইনগত দিকের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • লাইসেন্সের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারব।
  • ফ্রানসাইজের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারব ।
  • পেটেন্টের ধারণা, নিবন্ধনকরণ ও সুবিধাবলি বর্ণনা করতে পারব।
  • ট্রেড মার্কের ধারণা ও ধরন ব্যাখ্যা করতে পারব।
  • ট্রেড মার্ক নিবন্ধন করার পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারব
  • কপিরাইটের ধারণা ও নিবন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  • কপিরাইট নিবন্ধন করার সুবিধা বর্ণনা করতে পারব।
  • BSTI সম্পর্কে ব্যাখ্যা করতে পারব ।
  • বিমার ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • বিমার প্রকারভেদ ও বিমা করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
Content added || updated By
Promotion