উদ্যোক্তা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অবদান অনস্বীকার্য। তেমনি উত্তরবঙ্গের একটি জেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা বেসরকারি প্রতিষ্ঠান মূলত গ্রামীণ বিত্তহীন মহিলাদের ঋণ সহায়তা ও প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান করছে।
উদ্দীপকে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কোন জেলাকে কেন্দ্র করে কাজ শুরু করে?
একটি ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকম সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিল্পনীতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের সহায়ক সেবা সম্পর্কে জানতে পারব।
এ অধ্যায়টি পাঠ শেষে আমরা-