উদ্যোক্তা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অবদান অনস্বীকার্য। তেমনি উত্তরবঙ্গের একটি জেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা বেসরকারি প্রতিষ্ঠান মূলত গ্রামীণ বিত্তহীন মহিলাদের ঋণ সহায়তা ও প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান করছে।
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের কার্যক্রম পরিচালিত হচ্ছে-
একটি ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকম সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিল্পনীতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের সহায়ক সেবা সম্পর্কে জানতে পারব।
এ অধ্যায়টি পাঠ শেষে আমরা-