নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

মি. সালাম তার ব্যবসায়ের পণ্য নগদে বিক্রয় করেন ৩,০০০ টাকা। কর্মচারীর বেতন প্রদান করেন ২,৫০০ টাকা। রশিদের নিকট থেকে পেলেন ৩,০০০ টাকা। তিনি ব্যাংকে জমা দিলেন ৫০০ টাকা।

মি. সালামের প্রদত্ত বেতনের ক্ষেত্রে বেতন হিসাব একটি-

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমনি প্রদানও ঘটতে পারে; আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে, একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়।

এই অধ্যায় শেষে আমরা-

  • হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • হিসাবের বিভিন্ন প্রকার ছক (‘T’–ছক ও ‘চলমান জের' ছক) প্রস্তুত করতে পারব ।
  • হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণিবিভাগ করতে পারব।
  • দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবে ডেবিট-ক্রেডিট লিপিবদ্ধ করতে পারব।
Content added By
Promotion