বিধানদের গ্রামের একটি পূজার দিন সায়াহ্নে প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে চারদিকে আলোকিত করা হয়। কিন্তু বিকাশদের গ্রামের পূজায় ভিন্ন চিত্র লক্ষ করা যায়। পূজার একটি নির্দিষ্ট দিনে একটি কলাগাছের সাথে অন্য আটটি গাছের চারা বেঁধে দেওয়া হয়।
বিকাশদের গ্রামে অনুষ্ঠিত পূজার মাধ্যমে-
i. ঈশ্বরের পূজা করা হয়
ii. বৃক্ষসচেতন হওয়া যায়
iii. পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া যায়
নিচের কোনটি সঠিক?