SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Academy

Which nuclear plant was heavily damaged by the March 2011 Tsunami in Japan?

জাপান হল পূর্ব এশিয়ার দূরপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬.৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো, ক্যুৎ ও শিকোকু। ১৯৪৫ সালেজাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ১৯৪৭ সালে। সংশোধিত সংবিধান (শান্তির সংবিধান) গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। এর পার্লামেন্টের নাম ন্যাশনাল ডায়েট। জাপানকে প্রায়শই "উদীয়মান সূর্যের দেশ" বলে অভিহিত করা হয়। রাজধানী টোকিও হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেগাসিটি।

  • রাষ্ট্রীয় নামঃ State of Japan
  • রাজধানীঃ টোকিও
  • ভাষাঃ জাপানিজ
  • মুদ্রাঃ ইয়েন

জেনে নিই

  • জাপানি ভাষায় জাপানের নাম- নিপ্পন।
  • প্রাচ্যের গ্রেট বৃটেন বলা হয় জাপানকে ।
  • জাপানের জাতীয় প্রতীকের নাম - চন্দ্রমল্লিকা।
  • শান্তির সংবিধান বলা হয়- জাপানকে।
  • 'সুশী' ও 'সাশিমী' হচ্ছে এক ধরনের জাপানি খাবার ।
  • জাপানের প্রাচীন দ্বীপের নাম- কিয়োটো ।
  • জাপানের সর্বোচ্চ দ্বীপের নাম- ফুজিয়ামা।
  • এশিয়া মহাদেশে সর্বপ্রথম পাশ্চাত্য প্রথার যন্ত্র শিল্পের সূচনা করে- জাপান।
  • WHO (World Trade Organigation) সংস্থাটি গঠনে জাপান প্রধান ভূমিকা রাখে।
  • জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে ১৯৪৫ সালের ৬ আগস্ট ও ৯ আগস্ট।
  • হিরোশিমা ও নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমা দুইটি নাম যথাক্রমে- লিটল বয় ও ফ্যাটম্যান।
  • রুশ-জাপান যুদ্ধ শুরু হয় ১৯০৪ সালের ৮ ফেব্রুয়ারী।
  • এভারেষ্ট বিজয়ী প্রথম নারী জুনাকো তাবেই (১৬ই মে ১৯৭৫,জাপান)।
  • সর্বপ্রথম উন্মুক্ত থ্রি-জি প্রযুক্তি চালু করে জাপান- ২০১১ সালে।
  • জাপানের মানুষের সবচেয়ে গড় আয়ু বেশী (৮৩.৭ বছর)।

জাপানের বর্তমান ১২৬ তম সম্রাট নারুহিতো হলেন জাপান রাষ্ট্রের প্রধান। ১৯৪৭ সালের সংবিধান অনুযায়ী, তিনি "রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক" এবং তার "সরকার সম্পর্কিত কোন ক্ষমতা" নেই। ঐতিহাসিকভাবে, তিনি শিন্তো ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ। জাপানি ভাষায় সম্রাটকে 'তেন্নো' বলা হয়, যার অর্থ "স্বর্গীয় সার্বভৌম"। ইংরাজিতে বলে মিকাদো বা মিকাডো।

Content added By

Related Question

View More
Promotion