রাজা রঘুনাথ অত্যন্ত দক্ষতার সাথেই রাজ্য পরিচালনা করছিলেন। প্রজারাও সুখ-শান্তিতে ছিল প্রধান সেনাপতি রাজাকে সরিয়ে সিংহাসনে বসার পাঁয়তারা শুরু করল। কোন এক মন্ত্রবলে তিনি সকল অমাত্যকে নিজের পক্ষে নিয়ে আসেন। তবে রাজাও সিংহাসন ছেড়ে দিতে নরাজ।
প্রজাদরদি রাজার কাহিনি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?