১৯৩০ সালে মি. সিং ও তার স্ত্রী ভারতের মেদিনীপুর অঞ্চলে নেকড়ে পালিত দুটি মানব শিশু কন্যা উদ্ধার করে মানবসমাজে নিয়ে আসেন। তারা বড় মেয়েটির নাম রাখেন কমলা এবং ছোট মেয়েটির নাম রাখেন অমলা। কমলাকে উদ্ধার করার সময় সে কনুই ও হাঁটুর উপর ভর করে চলত এবং কাঁচা মাংস খেত।
কমলাকে উদ্ধার করার সময় তার মধ্যে মানুষের কোনো গুণই পরিস্ফুটিত হয়নি, কেননা সে-
i. মানবসমাজের শিক্ষা পায়নি
ii. প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি
iii. মানবিক স্নেহ পায়নি
নিচের কোনটি সঠিক?